Bangla News

ভেঙে গেলো টেইলর সুইফটের ৬ বছরের প্রেম

বিনোদন ডেস্ক : মার্কিন গায়িকা টেইলর সুইফট। ব্যক্তিগত জীবনে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। কিন্তু দীর্ঘ ৬ বছর পর ভেঙে গেলো মার্কিন এই গায়িকার প্রেম।

একটি সূত্র যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে কি কারণে এই সম্পর্ক ভেঙে গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তা ছাড়া এ বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটেছেন টেইলর-জো।

মার্কিন পপ তারকা টেলর সুইফট ও তার প্রেমিক জো অ্যালউইনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৭ সালের জুন মাসে। তখন ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় তাদের। এর প্রায় এক মাস পর মাথায় হুডি চাপিয়ে দুজনকে নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায়।

হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর উঠতি তারকা জোয়ের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়ান টেইলর। সম্পর্কের শুরুর দিকে লন্ডনে ছদ্মবেশ নিয়ে জোয়ের সঙ্গে দেখা করেন তিনি।

৩৩ বছর বয়সী গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগে তিনি টম হিডেলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, কনর কেনেডি, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেম করেছেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button