Bangla News

বাংলাদেশি টাকায় আজকের (১০ এপ্রিল ২০২৩) মুদ্রা বিনিময় হার

বাংলা ম্যাগাজিন ডেস্ক: দেশের অর্থনৈতিক চালিকাশক্তির অন্যতম একটি খাতের নাম রেমিট্যান্স। দেশের বাইরে গতর খেটে লাল-সবুজের পতাকার সমৃদ্ধি বৃদ্ধির জোগান দিয়ে আসছেন প্রবাসী শ্রমিকরা। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সে গড়ে ওঠা স্তম্ভে মজবুত হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভিত।

এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন বিভিন্ন দেশে। বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো এসব প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে জুমবাংলার আয়োজনে থাকছে কোন মুদ্রার বিনিময় হার কত, তা জানার সু্যোগ।

প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে ১০ এপ্রিল ২০২৩ তারিখের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো। বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার জেনে নেওয়া যাক।

মার্কিন ১ ডলার >> ১০৬ টাকা ০২ পয়সা
মালয়েশিয়ান ১ রিংগিত>> ২৪ টাকা ২০ পয়সা
ব্রিটেনের ১ পাউন্ড >>১৩১ টাকা ৮৬ পয়সা
ইউরোপীয় ১ ইউরো >> ১১৬ টাকা ২৬ পয়সা
অস্ট্রেলিয়ান ১ ডলার >> ৭১ টাকা ১৫ পয়সা
ভারতীয় রূপি >>  ১ টাকা ২৯ পয়সা
নিউজিল্যান্ডের ১ ডলার >> ৬৬ টাকা ০৬ পয়সা
সিঙ্গাপুরের ১ ডলার >> ৮১ টাকা ০০ পয়সা
ওমানি ১ রিয়াল >> ২৭৫ টাকা ০০ পয়সা
বাহরাইনি ১ দিনার >> ২৮৬ টাকা ৫৩ পয়সা
কুয়েতি ১ দিনার >> ৩৪৬ টাকা ৯৮ পয়সা

** উল্লেখ্য, বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২.৫ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। হুন্ডি কিংবা অবৈধভাবে টাকা পাঠাবেন না। ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে কখনই প্রতারিত হবে না। বাংলাদেশের রেমিট্যান্স বাড়বে দেশের উপকার হবে। যেকোন সময় মুদ্রার বিনিময় মূল্য উঠা-নামা করতে পারে। বিভিন্ন দেশের টাকার রেট এর সর্বশেষ তথ্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন।

 

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button