ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন জিনিস মেয়েরা টাকা না নিয়ে কখনোই দেয় না

লাইফস্টাইল ডেস্ক: প্রত্যেক ছাত্রের স্বপ্ন থাকে বিসিএস অফিসার হওয়ার বা ভালো কোনো পছন্দের চাকরি পাওয়া। নিজেরে লক্ষ্যপূরণে প্রতিবছর লাখ লাখ ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।

তবে ইন্টারভিউ এর সময় এমন কিছু উদ্ভট প্রশ্ন সামনে আসতে পারে, যা শুনে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। এবার উত্তরসহ তা দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: এক ব্যক্তি একদিনে দুটি বিয়ে সম্পন্ন করে, তারপরও কোন পরিবর্তন হয়নি যার, কীভাবে?
উত্তর: কারণ যে ব্যক্তি বিয়ে সম্পন্ন করেছে সে একজন পুরোহিত।

২) প্রশ্ন: সেই ব্যক্তি যে কোথাও টিকিট পায়না?
উত্তর: নবজাতক শিশু।

৩) প্রশ্ন: যা উপরে চলে কিন্তু নড়ে না, তাকে কি বলে?
উত্তর: তাপমাত্রা।

৪) প্রশ্ন: কোন দেশের পতাকা উলটো দিকেও দেখতে ঠিক একই রকম?
উত্তর: জাপান।

৫) প্রশ্ন: পৃথিবীতে সূর্য এখনো কি দেখেনি?
উত্তর: অন্ধকার বা রাত।

৬) প্রশ্ন: সেই জিনিসটা কি যেটা মাসে একবার আসে এবং ২৪ ঘন্টা পূর্ণ হতে চলে যায়?
উত্তর: তারিখ।

৭) প্রশ্ন: কোন ফল যার বীজ ফলের বাইরে থাকে?
উত্তর: স্ট্রবেরি।

৮) প্রশ্ন: এমন কোন প্রশ্ন যার উত্তর প্রতিনিয়ত পরিবর্তিত হয়?
উত্তর: সময় কত?

৯) প্রশ্ন: কোন শব্দে ফল, ফুল ও মিষ্টি তিনটির নাম আছে?
উত্তর: ‘গোলাপ জাম’ এটি একটি মিষ্টির নাম।

১০) প্রশ্ন: কোন গ্রহে একদিন এক বছরের সমান?
উত্তর: শুক্রগ্রহ।

১১) প্রশ্ন: আপনার যদি দুটি গরু এবং চারটি ছাগল থাকে, তাহলে সেইসময় আপনার মোট পা কত হবে?
উত্তর: আপনার দুটি পা-ই থাকবে।

১২) প্রশ্ন: এমন জিনিসের নাম বলো যা মারলে মানুষ খুব উপভোগ করে?
উত্তর: ঢোল, তবলা।

১৩) প্রশ্ন: এমন কি জিনিস যা যত কমায় তত বাড়ে?
উত্তর: আয়ুকাল।

১৪) প্রশ্ন: এমন কোন বাহনের সামনের অংশ সৃষ্টি কর্তা এবং পেছনের অংশ মানুষ তৈরি করেছেন?
উত্তর: গরুর গাড়ি অথবা উটের বা ঘোড়ার গাড়ি।

১৫) প্রশ্ন: এমন কি জিনিস মেয়েরা টাকা না নিয়ে কখনোই দেয় না?
উত্তর: বিয়ের দিন পরে জুতা। এটি এমন একটি রীতি যেখানে বিয়ের দিন বরের শ্যালিকারা জুতা চুরি করে এবং টাকা দিলেই তা ফেরত দেওয়া হয়।

উল্লেখ্য প্রশ্নগুলো প্রতীকী অর্থে উদাহরণস্বরূপ করা হয়েছে যা বাস্তবের কোন ইন্টারভিউয়ের সাথে সম্পৃক্ত নয়।

Exit mobile version