Bangla News

‘দেশে হৃদরোগ এখন মহামারিতে রূপ নিয়েছে’

জুমবাংলা ডেস্ক : দেশে হৃদরোগ এখন মহামারিতে রূপ নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভেজাল খাদ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

একইসঙ্গে নিয়মিত ব্যায়াম এবং যতটুকু সম্ভব মানসিক চাপ মুক্ত থাকার উপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম প্যাভেলিয়ন হলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহায়তায় হাইপার টেনশন বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার এমন মন্তব্য করেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ হাইপার টেনশন ও হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের সভাপতি বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর প্রবীর কুমার দাসের সভাপতিত্বে সেমিনারে গুরুপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর এসসি ধর, অধ্যাপক আনোয়রুল হক চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, ফাউন্ডেশনের মহাসচিব ডাক্তার আবুল হোসাই শাহীন, ডাক্তার আবু সাইম মো. ওমর ফারুখ, ইনসেপ্টা ফার্মার আঞ্চলিক ম্যানেজার মো: আমিনুর রহমান, সহকারী সেলস ম্যানেজার বিজন বিকাশ ধরসহ অন্যরা।

সেমিনারে চট্টগ্রামের শতাধিক চিকিৎসক অংশ নেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button