২৫ বছর পুরনো এক জোড়া জুতার দাম সাড়ে ২৩ কোটি টাকা!

লাইফস্টাইল ডেস্ক : প্রায় সাড়ে ২৩ কোটি টাকা দাম উঠল জুতার। অথচ জুতাটি ২৫ বছরের পুরনো। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে এত দাম কেন? তবে জুতাটির মালিকের নাম যদি হয় মাইকেল জর্ডন, তা হতেই পারে। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় তার ক্যারিয়ারের শেষ সময় এই জুতা পরেছিলেন। এবার সেই জুতাই নিলামে ওঠানো হল। যেখানে রেকর্ড দাম উঠল সেই জুতার।

বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিলামটির আয়োজন করেছিল ‘সোথবি’। প্রতিষ্ঠানটি অনুমান করেছিল, জুতাটি ২ থেকে ৪ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে। মাইকেল জর্ডান ১৯৯৮ সালে তার ষষ্ঠ এবং শেষ এনবিএ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ‘ব্রেড’ এয়ার জর্ডান ১৩ এস জুতাটি পরেছিলেন। ১৯৯৮ সালের তার পরা এনবিএ জার্সিটিও গত বছরে এক নিলাম অনুষ্ঠানে ১০ দশমিক ১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

সোথবির হেড অফ স্ট্রিটওয়্যার ব্রহ্ম ওয়াচটার বলেন, এটি প্রমাণ করে যে মাইকেল জর্ডানের ব্যবহৃত জিনিসের চাহিদা অনেক।

এর আগে, ২০২১ সালে জর্ডান পরা নাইকি এয়ার শিপের এক জোড়া জুতা ১ দশমিক ৪৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

অবসরপ্রাপ্ত তারকা মাইকেল জর্ডান এখন নর্থ ক্যারোলিনায় তার শৈশবের বাড়িতে বসবাস করছেন। নাইকির এয়ার জর্ডান ব্র্যান্ডের জুতা বিক্রি থেকে প্রতি বছর রয়্যালটি পান তিনি।

Exit mobile version