Bangla News

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপিত

কাবির আব্দুল্লাহ্, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে।

নববর্ষ উপলক্ষে আজ (১৪ এপ্রিল) সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাবিপ্রবির টিএসসি প্রাঙ্গন হতে শুরু হয়ে বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

শোভাযাত্রাটিকে ঘিরে নানাবিধ রঙ্গিন মুখোশ ও ফানুস শোভাযাত্রাটিকে বর্ণিল করে তোলে।

বাঙালি সংস্কৃতিকে উপজীব্য করে আয়োজিত এই শোভাযাত্রাটিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাইফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. ইমরান পারভেজ।এছাড়াও উক্ত শোভাযাত্রায় যোগদান করেন বিভিন্ন হলের হল সুপারসহ শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা।

পুরোনো বছরের জীর্ণতাকে ঘুচিয়ে নতুন বছরের জন্য শুভকামনা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাইফুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. ইমরান পারভেজ।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button