Bangla News

অবশেষে দাম কমলো স্বর্ণের

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) মূল্যবান ধাতুটির মূল্য কমেছে। এর আগে গোটা সপ্তাহ ধরে দাম বাড়ছিল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৩৩ ডলার ৯০ সেন্টে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪৭ ডলার ৬০ সেন্টে।

তবে চলতি সপ্তাহে স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে ১ শতাংশেরও বেশি। এসময়ে ডলার সূচক গত ১ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এতে বিদেশি মুদ্রা ধারণকারীদের কাছে বুলিয়ন কেনা সস্তা হয়ে পড়েছে।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, মার্কিন মুলুকে মূল্যস্ফীতি কমেছে। ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ফলে সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড)।

তিনি বলেন, এ প্রেক্ষাপটে ডলারের দাম কমেছে। পরিপ্রেক্ষিতে নিরাপদ আশ্রয় স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। তবে এদিন যা কমেছে তা সাময়িক অবস্থা।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button