Bangla News

চুয়াডাঙ্গায় অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ

জুমবাংলা ডেস্ক: কয়েকদিন ধরে টানা তাপদাহে দুর্বিসহ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় এই জেলাবাসীর ত্রাহি-ত্রাহি অবস্থা। অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য জেলা প্রশাসনের পরামর্শ।

আবহাওয়ার অফিস সূত্রে বলছে সহজে দেখা মিলছে না বৃষ্টির। এবারের গরমে ভিন্নমাত্রা রয়েছে। বাতাসের আদ্রতা স্বাভাবিকের চেয়ে কম। তাই তাপাদাহের মধ্যে ঠোট শুকিয়ে ও ফেটে যাচ্ছে। বাতাসের জ্বলীয়বাস্প কম থাকায় মূলত এমন হচ্ছে। সকালে সুর্য উঠার সাথে-সাথে তীব্র রোদ। বেলা বাড়ার সাথে-সাথে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদেও তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে।

গত ১৩ দিন সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকালও ছিল ৪১ দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে পর্যাপ্ত পানি পান করতে বলা হচ্ছে। লেবুর শরবত ও সেলাইন খাওয়ারো ওপরামর্শ দেওয়া হচ্ছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button