Bangla News

নারীদের অপমান করতে বিয়েবাড়িতে ডাক পান কেন হানি সিং

বিনোদন ডেস্ক : বিতর্ক উঠেছে হানি সিংয়ের গান নিয়ে। নেটিজেনদের মতে, হানি সিংয়ের প্রায় সব গানই নারীবিদ্বেষী। আর এমন মন্তব্য হানির কানে আসতেই পাল্টা প্রশ্ন ছুড়েছেন এ গায়ক।

হানির দাবি, যদি তার গান নারী বিদ্বেষীই হয়, তবে সে কেন এখনও বিয়েবাড়িতে গান গাওয়ার ডাক পান? কেন মানুষ তার গান শোনেন? হানির নামে আরও অভিযোগ উঠেছে, তার প্রায় সব গানই চাটুল। এসব চাটুল গানে নারীদের ছোট করে তুলে ধরেন তিনি।

এসব অভিযোগে হানির জবাব, গানে এমন কথা চলে আসাটা ইচ্ছাকৃত নয়, বরং তা গানের ভাব অনুযায়ী হয়। হানি আরও বলেন, মানুষ ইদানীং বেশি ভাবে। বেশি পড়ে, তাই চুলচেরা বিশ্লেষণ করে। এভাবেই সামান্য বিষয়েও স্পর্শকাতর হয়ে যাচ্ছে সবাই।

যার মূল কারণ হিসেবে হানির যুক্তি, আসলে মানুষ বিনোদনের মানেই বোঝে না। তাই বিনোদনকে ‘বিনোদন’ হিসেবেই দেখার আহ্বান জানান র‌্যাপার এ সংগীতশিল্পী।

এদিকে র‌্যাপার হানি সিংয়ের নতুন অ্যালবাম ‘হানি ৩.০’ সামনে মুক্তি পাবে। নেটফ্লিক্সে তাকে নিয়ে একটি তথ্যচিত্রও মুক্তি পাবে খুব শিগগিরই। বিতর্কের মাঝে নতুন অ্যালবাম আর তথ্যচিত্র দর্শকদের মনে কতটা সাড়া ফেলবে এটাই জানার অপেক্ষায় রয়েছে নেটিজেনরা।

সূত্র: আনন্দবাজার

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button