মেয়েরা জীবনে দু’বার পেলেও ছেলেরা একবার পায় যে জিনিস

লাইফস্টাইল ডেস্ক: কখনো কখনো ইন্টারভিউতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে প্রার্থীরা লজ্জা ঢাকতে মুখ লুকানোর জায়গা পায়না। আসলে প্রশ্নগুলি শুনে যতটা খারাপ মনে হয় কিন্তু তা নয়। এই ধরনের প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। আসলে অনেকসময় এই প্রার্থীর উপস্থিত বুদ্ধির বিষয়ে জানার জন্য এমন উদ্ভট প্রশ্ন করা হয়ে থাকে। এবার কয়েকটি প্রশ্ন সহ উত্তর জেনে নেওয়া যাক…..

১) প্রশ্ন: গ্রীষ্মকালের তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?
উত্তর: যখন পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল হয়। এই সময় উত্তর গোলার্ধের সূর্য খাড়াভাবে কিরণ দেয় বলেই তাপমাত্রা বৃদ্ধি পায়।

২) প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?
উত্তর: মহাকাশ সম্পর্কিত বিজ্ঞানকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়।

৩) প্রশ্ন: গ্রীষ্মকালে ভারতের কোন অঞ্চলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়?
উত্তর: রাজস্থানের মরু অঞ্চল।

৪) প্রশ্ন: ‘লু’ কী?
উত্তর: গ্রীষ্মকালে উত্তর-পশ্চিমে ভারতের বিভিন্ন স্থানে দিনের বেলায় প্রচন্ড উষ্ণ বায়ু প্রবাহিত হয়, একেই বলে ‘লু’।

৫) প্রশ্ন: ভারতের কোন কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাড়ু ও পাঞ্জাব।

৬) প্রশ্ন: ভারতের জলবায়ু কি প্রকৃতির?
উত্তর: ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।

৭) প্রশ্ন: কী মেয়েরা জীবনে দু’বার পায়, আর ছেলেরা একবার পায়?
উত্তর: পদবি। জন্মের সময় ও বিয়ের সময় মেয়েরা দু’বার পায় (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।

Exit mobile version