স্কুলে যেতে অনুপ্রাণিত করতে পাঁচ বছরের মেয়েকে বিলাসবহুল গাড়ি উপহার

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ বছরের মেয়েকে স্কুলে যেতে অনুপ্রাণিত করতে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন মালয়েশিয়ার এক দম্পতি। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ১১ এপ্রিল মালয় মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়, উপহার পাওয়া মেয়েটির নাম ফাতিমা। তার বাবা উদ্যোক্তা ফারহানা জাহরা জানান, তার পাঁচ বছরের মেয়ে ফাতিমা জানুয়ারিতে অসুস্থ হয়ে পড়ায় স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তিনি তার মেয়েকে স্কুলে যেতে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তার আসন্ন জন্মদিনে কী উপহার চায়।

সে সময় ফাতিমা তার মাকে বলেছিলো, সে একটি বিএমডব্লিউ বা একটি মার্সিডিজ জি ওয়াগন চায়। সে প্রতিশ্রুতি দিয়েছিলো যদি সে একটি মার্সিডিজ জি ওয়াগন পায় তবে সে স্কুলে যাবে।

সম্প্রতি একটি পার্টিতে ছোট্ট ফাতিমাকে গাড়ি উপহার দেওয়া হয়। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, চোখ বাঁধা অবস্থায় ফাতিমাকে তার উপহার সামনে নেওয়া হয়। সে তার উপহার দেখে অনেক আনন্দিত হয়।

Exit mobile version