গাজীপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন শরিফা

জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন মনির হোসেনের স্ত্রী শরিফা আক্তার নামের এক নারী। মঙ্গলবার সকালে উপজেলার সফিপুর এলাকার তানহা হেলথ কেয়ার হাসপাতালে কয়েক মিনিটের ব্যবধানে স্বাভাবিকভাবে (সিজার ছাড়া) তিন সন্তানের জন্ম দেন শরিফা।

হাসপাতালের সিনিয়র নার্স মাসেদা আক্তার নরমাল ডেলিভারিটি করান। বর্তমানে তিন সন্তানই সুস্থ আছে। একসঙ্গে তিন সন্তান প্রসবের বিষয়টি আলোচনার ঝড় উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার তেলিখালী এলাকা মনির হোসেন কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকার জাকিরের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করেন। মনির হোসেনের স্ত্রী শরিফা আক্তার অন্তঃসত্ত্বা হলে তিনি তানহা হেলথ কেয়ার হাসপাতালের ডাক্তার জোবেদা হাসানের তত্ত্বাবধানে থাকেন।

শুক্রবার তার সিজারের ডেট (অপারেশনের তারিখ) ছিল; কিন্তু মঙ্গলবার ভোররাতে শরিফার পেটে ব্যথা শুরু হলে তাকে সফিপুর তানহা হেলথ কেয়ারে নিয়ে আসেন। সেখানে সিজার ছাড়াই নরমালে পরপর তিনটি সন্তান প্রসব করেন। এর মধ্যে দুইটি ছেলে একটি মেয়ে সন্তান। মনির শরীফার বিবাহিত জীবনে তাদের প্রথম সন্তান। তিন সন্তান নিয়ে স্বামী স্ত্রী দুজনই মহাখুশি।

তানহা হেলথ কেয়ার হাসপাতালের ম্যানেজার গোলাম মোস্তফা বলেন, শরিফা নামের এক নারী কয়েক মিনিটের ব্যবধানে নরমালে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে তিনটি সন্তানই সুস্থ আছেন।

Exit mobile version