Bangla News

লোকে আমায় বুড়ি বলে : চাহাত খান্না

কিছুদিন আগে কনম্যান সুকেশ চন্দ্রশেখর ও মিকা সিং-এর সঙ্গে তার নাম জড়িয়েছে। আর সেকারণেই সোশ্যাল মিডিয়ায় লাগাতার আক্রমণের শিকার হতে হয়েছে অভিনেত্রী চাহাত খান্নাকে। আবার কখনও নিজের মনে কথা সোশ্যাল মিডিয়ায় বলার কারণেও আক্রমণের মুখে পড়েছেন অভনেত্রী। লাগাতার নেতিবাচক আক্রমণ তাকে কীভাবে আঘাত করেছে তা নিয়ে মুখ খুলেছেন তিনি।

হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে- এ নিয়ে চাহাত বলেন, ‘আমায় কখনও বুড়ি, কখনও গোল্ড ডিগার বলে আক্রমণ করা হয়েছে। যারা এধরনের কথা বলছেন তাদের হয়ত কোনও ধারণাই নেই। আমি এই মুহূর্তে ক্যামেরার সামনেই নেই বলেই যে আমি কাজকর্ম করছি না তা নয়। আমি আসলে স্টার্ট আপ নিয়ে ব্যস্ত। যার মূল্য কোটি টাকা। কিন্তু আমি তো আর জনে জনে গিয়ে বলতে পারি না যে হ্যালো, আমি কিন্তু একজন উদ্যোক্তা। কিন্তু এধরনের আক্রমণ আমায় ভীষণ বিরক্ত করে।’

তিনি আরও জানান, শুধু সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-ই নয়, গত ৬ মাসে তাকে নিয়ে এমনকিছু প্রতিবেদন বের হয়েছে যেগুলি আসলে তার বিরুদ্ধে গিয়েছে।

অভিনেত্রী বলেন, ‘যখনই আমি সেগুলো পড়েছি, আমার মনে হয়েছে ঠিক আছে এড়িয়ে যাই। এগুলো সকলের সঙ্গেই হয়। আমি আর নতুন কী! কিন্তু বিষয়গুলি বেড়েছে ক্রমাগত। যেমন মিকার সঙ্গে ছবি পোস্ট করার জন্য কী কাণ্ডটাই না হল। অথচ আমাদের মধ্যে কিছুই নেই। কখনও কখনও হাসিও পায়…।’

চাহাতের কথায়, ‘আমরা পাবলিক ফিগার বলেই হয়ত লোকে আমাদের নিয়ে এত কথা বলেন। কিন্তু আমরাও তো মানুষ! আমরা যাই বলি ট্রোলিং শুরু হয়, আমাদের কি মতামত রাখার অধিকার নেই?’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button