Bangla News

লাখ ডলারে পৌঁছবে বিটকয়েনের দাম

বিজনেস ডেস্ক: ২০২৪ সালের শেষ নাগাদ শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ১ লাখ ডলারে পৌঁছবে। সোমবার (২৪ এপ্রিল) যুক্তরাজ্যের বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড এ আভাস দিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তথাকথিত ‘ক্রিপ্টো শীত’ শেষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ডিজিটাল সম্পদ গবেষণা প্রধান জিওফ কেনড্রিক বলেন, ব্যাংকিং সেক্টরে সাম্প্রতিক অস্থিরতা, ইউএস ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধি চক্রের পরিসমাপ্তি, ক্রিপ্টো মাইনিংয়ে ব্যাপক মুনাফা, ঝুঁকিপূর্ণ সম্পদের স্থিতিশীলতাসহ অসংখ্য কারণে বিটকয়েনের দাম দ্রুতগতিতে বাড়বে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে তিনি আরও বলেন, অন্যান্য সম্পদ নিয়েও ঝুঁকি তৈরি হচ্ছে। তাতে ১ বিটকয়েনের দর ১০০০০০ ডলারে পৌঁছার পথ আরও পরিষ্কার হয়ে যাচ্ছে।

চলতি বছরের শুরু থেকেই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। চলতি এপ্রিলে ৩০ হাজার ডলার ছাড়িয়ে গেছে ভার্চুয়াল মুদ্রাটির দাম। আগামীতেও দ্রুতগতিতে বাড়বে ক্রিপ্টোটির দর।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সিটি ব্যাংকের এক বিশ্লেষক পূর্বাভাস দেন, ২০২২ সালের শেষ নাগাদ প্রতি বিটকয়েনের দাম পৌঁছতে পারে ৩ লাখ ১৮ হাজার ডলারে।

এখন পর্যন্ত বিটকয়েনপ্রতি দর উঠেছে সর্বোচ্চ ৬০ হাজার ডলারে। এরপর অনলাইন মুদ্রাটির দরপতন ঘটতে থাকে। গত বছর প্রায় ৬৫ শতাংশ দর হারায় এটি। প্রতিটির মূল্য দাঁড়ায় ১৬ হাজার ৫০০ ডলারে। এজন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাকে দায়ী করা হয়।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button