ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে দেশটির সুমাত্রা দ্বীপ এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে প্রায় দুই ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেওয়া হয়।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সির (বিএমকেজি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পরই উপকূলের আশপাশে অবস্থান করা সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৮৪ কিলোমিটার। এরপরই আরও বেশ কয়েকটি আফটারশক হয়। রিখটার স্কেলে এর একটির মাত্রা ছিল ৫।

দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ের বাসিন্দারা ভূমিকম্পের সময় তীব্র ঝাঁকুনি অনুভব করেন। বলে জানা গেছে। ওই সময় অনেকেই উপকূল থেকে সরে যান। কর্তৃপক্ষ সুমাত্রার পশ্চিম উপকূলের নিকটবর্তী দ্বীপগুলো থেকে তথ্য সংগ্রহ করছে।

Exit mobile version