Bangla News

সন্তানের পিতৃত্ব নিয়ে চুপ, গর্ভবতীর সুবিধা জানালেন ইলিয়ানা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। গত সম্পাহে মা হওয়ার সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে অভিনেত্রীর আনন্দের দিনে অনেকেই তাকে কটাক্ষ করতে ছাড়েননি। প্রশ্ন তুলেছেন- ‘এই সন্তানের বাবা কে?’, কেউ জানতে চেয়েছেন, ‘তুমি বিয়ে করলে কবে?’ মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কিছুই জানাননি ইলিয়ানা।

ইলিয়ানার ভয়ানক অসুখ

ফলে ‘অবিবাহিত’ নায়িকার মা হতে যাওয়ার ঘোষণায় শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। যদিও এখন পর্যন্ত কোনো কটাক্ষের জবাব দেননি বা জবাব দেওয়ার প্রয়োজনবোধ করেননি ‘বরফি’খ্যাত এই নায়িকা।

তবে মাতৃত্বের স্বাদ ভরপুর নিচ্ছেন ইলিয়ানা। গর্ভাবস্থার প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন এই অভিনেত্রী। সেই ঝলকই মঙ্গলবার (২৫ এপ্রিল) দেখা গেছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে। বোনের হাতে তৈরি ব্ল্যাক ফরেস্ট কেক খেতে দেখা যায় হবু মা-কে।

সেলফির জন্য আনুশকা গা ঘেঁষার চেষ্টা, কী করলেন বিরাট!সেলফির জন্য আনুশকা গা ঘেঁষার চেষ্টা, কী করলেন বিরাট!
সেই ছবির ক্যাপশনে ইলিয়ানা লেখেন, ‘প্রেগি পার্কস’ (গর্ভবতী হওয়ার সুবিধা)। বোন নিজের হাতে বানিয়েছে বলে এই কেক আমার কাছে আরও স্পেশাল।’ অন্তঃসত্ত্বা হওয়ায় ডায়েটের চিন্তা না করে মন খুলে খাওয়া-দাওয়া করার সুযোগ পাচ্ছেন নায়িকা।

ইলিয়ানা ডিক্রুজ। ছবি: সংগৃহীত

হিন্দুস্তন টাইমসের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমন বার্তা জানান ইলিয়েনা। প্রথমটিতে ছিল সদ্যোজাত শিশুর সাদাকালো একটি পোশাক। তার ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু।’ অন্যটি একটি লকেটের ছবি। তাতে লেখা ‘মামা’। এসব ছবির ক্যাপশনে লেখা— ‘খুব শিগগির আসছে। আমার ছোট্ট সোনাকে দেখার জন্য তর সইছে না।’

দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়, গোপনে বিয়েও করেছিলেন দুজনে। তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। এরপর গত বছর ইলিয়ানার নতুন সম্পর্কের তথ্য সামনে আসে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button