Bangla News

ওরা আমাকে চ্যাংদোলা করে পানিতে ফেলে দিল : টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : আজ ৫০ বছরে পা দিলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে মজার ঘটনার তো অভাব নেই। নিজের ৫০তম জন্মদিন উপলক্ষে তেমনই কিছু মজার ঘটনা শুনিয়েছেন শচীন। নিউজিল্যান্ড সফরে গিয়ে সতীর্থদের দ্বারা তিনি প্রাঙ্কের শিকার হয়েছিলেন। সতীর্থরা তাকে চ্যাংদোলা করে বাথরুমের বাথটাবে ফেলে দিয়েছিল!

ভারতীয় দৈনিক ‘মিড ডে’কে দেওয়া সাক্ষাৎকারে শচীন সেই ঘটনা নিয়ে বলেন, ‘২০০৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে যখন আমরা সিরিজটা জিতলাম, ওই সফরের ঘটনা। হরভজন সিংয়ের রুমের বাইরে একটা হট বাথটাব ছিল। হোটেলের একটা পাশে ছিল উন্মুক্ত ব্যালকনি। এর ফলে সবাই গিয়ে সেই বাথটাবে বসতে পারত। সবাই গিয়েছিল। কিন্তু আমি বলেছিলাম, আমার ইচ্ছা করছে না। কিন্তু দলের বাকি সবাই আমাকে বাথটাবে নামাবেই।’

টেন্ডুলকারের পরবর্তী অবস্থা হয়েছিল খুবই করুণ। সতীর্থরা তাকে ধরে নিয়ে পানিতে ফেলেছিলেন! সাধের খাবারটিও খেতে পারেননি আর! শচীনের ভাষায়, ‘আমার হাতে ছিল একটা ক্লাব স্যান্ডউইচ। এর পরই যা হলো, সবাই মিলে আমাকে চ্যাংদোলা করে বাথটাবে ফেলে দিল! আমি দেখলাম, স্যান্ডউইচটা পানিতে ভাসছে। আসলে আমি বুঝতেই পারিনি ওরা এমন কিছু করবে। এই কাজটা করেছিল জহির (খান), যুবি (যুবরাজ সিং), হরভজন সিং ও আশিস (নেহরা)।’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button