Bangla News

পোস্টার-ব্যানারমুক্ত অন্য এক রাজধানী পাচ্ছেন নগরবাসী

বাংলা ম্যাগাজিন ডেস্ক: এ যেন এক বদলে যাওয়া ঢাকা। যেখানে নেই রংচটা-মলিন, ছেঁড়াফাড়া কোনো পোস্টার। বরং চিরচেনা দৃষ্টিদূষণের বদলে এখানে ঠাঁই পেয়েছে রঙিন পালকের ময়ূর, ফুল, লতাপাতা আর দৃষ্টিনন্দন পাখি। শুধুই তা-ই নয়, দৃষ্টিনন্দন চিত্রকর্মের পাশাপাশি রয়েছে বিভিন্ন সচেতনামূলক বাক্যও। রিকশা পেইন্টের আদলে একটু একটু করে রঙিন হয়ে উঠছে দীর্ঘদিন ধরে অবহেলিত স্থাপনা ফ্লাইওভারের একেকটি পিলার।

পোস্টার-ব্যানারের দূষণ থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে রাজধানী ঢাকার চেহারা। মগবাজার ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্টওয়ার্কের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১০ এপ্রিল) প্রাথমিকভাবে শুরু করা এ কাজে সুফল মিললে পর্যায়ক্রমে ঢাকা উত্তরের আওতাধীন মেট্রোরেল ও ফ্লাইওভারের প্রতিটি পিলারকে রাঙিয়ে তোলার কথা জানিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসির এ উদ্যোগকে সফল করতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল চিত্রশিল্পী। তাদের অংশগ্রহণে এই চিত্রকর্মে স্থান পেয়েছে বিভিন্ন সচেতনতামূলক বাক্যও। শহরজুড়ে রঙের ছটায় বদলে গেছে এক সময়ের ধূসর-বিবর্ণ রাজধানী ঢাকা। এ রং যেন দূষণের বিরুদ্ধে, সৌন্দর্যের পথে যাত্রা।

এদিকে চোখের সামনে হঠাৎই এক বদলে যাওয়া নগর দেখতে পেয়ে আনন্দিত নগরবাসীও। এমন উদ্যোগের প্রশংসা করে পোস্টারের দূষণমুক্ত রাজধানীর প্রত্যাশা করেন তারা।

অন্যদিকে রং দিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সৌন্দর্যের পথে এ যাত্রার অংশীদার হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন চিত্রশিল্পীরাও।

পিলারের এ আর্টওয়ার্ক পোস্টার লাগিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নষ্ট করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন মেয়র আতিকুল।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button