Bangla News

ঈদের নামাজ পড়বেন যেভাবে

ধর্ম ডেস্ক : মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসবের মধ্যে একটি ঈদ-উল-ফিতর। এই দিনে ঈদের নামাজ পড়া ওয়াজিব। কিন্তু ঈদের নামাজের নিয়ম স্বাভাবিক নামাজের মতো নয়। অন্যান্য নামাজ থেকে রয়েছে কিছুটা ভিন্নতা। কেননা- ঈদের দুই রাকাত নামাজের কোনো আজান, ইকামত নেই; বরং এতে রয়েছে অতিরিক্ত ছয়টি তাকবির। সেগুলো আদায়ের নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিচে সেই নিয়মগুলো তুলে ধরা হলো:

ঈদের নামাজ আদায়ের নিয়ম

১. প্রথমত, স্বাভাবিক নামাজের মতোই তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবেন। তারপর ছানা পাঠ করবেন।

২. তারপর অতিরিক্ত তিনটি তাকবির বলবেন। প্রথম দুই তাকবিরে হাত তুলে ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন।

৩. তারপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার পর ইমাম সুরা ফাতিহা পড়ে এর সাথে অন্য একটি সুরা মেলাবেন।

৪. তারপর স্বাভাবিক নামাজের মতোই রুকু-সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন।

৫. দ্বিতীয় রাকাতে ইমাম কিরাত পড়া শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দেবেন। প্রতি তাকবিরের সাথে হাত উঠাবেন এবং ছেড়ে দেবেন। তারপর চতুর্থ তাকবির বলে রুকুতে চলে যাবেন।

৬. তারপর স্বাভাবিক নামাজের মতোই নামাজ শেষ করবেন।

৭. নামাজ শেষে ইমাম মিম্বারে উঠবেন। দুটি খুতবা দেবেন। এ সময় ইমামের খুতবা মনোযোগসহকারে শুনতে হবে। কোনো ধরনের কথা বলা বা অন্য কাজে ব্যস্ত হওয়া যাবে না।

৮. খুতবা শেষে সবাই ঈদগাহ ত্যাগ করবেন।

কারো ঈদের নামাজ ছুটে গেলে শহরের অন্য কোনো জামাতে শরিক হওয়ার চেষ্টা করতে হবে। পরিশেষে যদি নামাজ ছুটেই যায় তাহলে এর কোনো কাজা নেই।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button