জামালপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক বলেছেন, একজন সাধারণ মানুষ আমার চেয়ারেও বসতে পারেন। নাগরিকদের সেবা করার জন্যই আমি কাজ করে যাব। আমার অফিসের দরজা কখনো বন্ধ থাকবে না, সবসময় সবার জন্য খোলা থাকবে।
বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সাংবাদিক ও প্রশাসন উভয়েরই লক্ষ্য দেশের উন্নয়নে কাজ করা। আমরা সেভাবেই কাজ করে যাব। যেখানে প্রশাসনের নজর পৌঁছাবে না আপনারা সেখান থেকে তথ্য দিয়ে আমাদের জানাবেন।”
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার, সাংবাদিক এমএ জলিল, হাফিজ রায়হান সাদা, লুৎফর রহমান, শুভ্র মেহেদী, তানভীর আহমেদ হীরা প্রমুখ।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডয়ার সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা ম্যাগাজিন /এসপি
বাংলা ম্যাগাজিন /এসপি
সর্বশেষ আপডেট: