-
পাইলট মনিকা খান্নার বুদ্ধিমত্তার জোরেই রক্ষা পেয়েছেন ১৮৫ জন যাত্রী
পাটনা-দিল্লি স্পাইসজেট ৭৩৭ বোয়িংয়ের পাইলট মনিকা খান্না এখন সংবাদের শিরোনামে। কেননা তার বুদ্ধিমত্তার জোরেই রক্ষা পেয়েছেন বিমানের ১৮৫ জন যাত্রী। গত রোববার পাটনা থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। সে সময় মনিকার দক্ষতায় বিমানটি জরুরি অবতরণ করে পাটনা বিমানবন্দরে। ফলে প্রাণে বাঁচেন বিমানের সব যাত্রী। বিমানটি টেক অফের কিছু সময় […]