*পাঠ্যবইয়ে আজমের কভার ড্রাইভ*

*পাঠ্যবইয়ে আজমের কভার ড্রাইভ**শেষ কিছু দিনে বাবর আজমের ফর্মটা ঠিক তার পক্ষে কথা বলছে না। পুরো এশিয়া কাপে ৬ ইনিংস খেলে তিনি করেছেন মোটে ৬৮ রান।*

*তবে পাকিস্তান অধিনায়ক এরপরও আছেন আলোচনায়। কারণ তার বিখ্যাত কভার ড্রাইভ জায়গা করে নিয়েছে তার দেশ পাকিস্তানের পাঠ্যবইয়ে।কভার ড্রাইভ হলো অফ স্টাম্পের বাইরের বলে সামনের পায়ের গতানুগতিক মুভমেন্ট আর কবজির মোচড়ের মিশেলে দারুণ টাইমিংয়ে করা শট, যা বেরিয়ে যায় কভার অঞ্চল দিয়ে।*

*বাবর আজমের এই শট নিয়ে ক্রিকেট রোমান্টিসিস্টদের আলোচনা হয় বেশ। এতটাই যে, তার এই কভার ড্রাইভ এবার শিক্ষার্থীদের বিজ্ঞান শেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে।শেষ কিছু দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা টুইট বেশ করে ঘুরে বেড়াচ্ছে এই নিয়ে।*

*যেখানে বলা হচ্ছে, বাবর আজমের কভার ড্রাইভ সম্পর্কিত প্রশ্ন এবার যুক্ত হয়েছে নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ে।*

Exit mobile version