*মারা গেছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আসাদ রউফ*

*মারা গেছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আসাদ রউফ**পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৬৬ বছর বয়সী এই আম্পায়ার।*

*২০০৬ সাল থেকে ২০১৩ অব্দি আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য ছিলেন তিনি।১৯৯৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ২০০০ সালে, ওয়ানডে দিয়ে। ওয়ানডে প্যানেলে ঢোকেন ২০০৪ এ। ২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হন আসাদ।*

*তার আগের বছর ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করেন তিনি। আসাদ রউফ তার আম্পারিং ক্যারিয়ারে ৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্ট ম্যাচ পরিচালনা করেছেন। নব্বই দশকের পর থেকে পাকিস্তানের অন্যতম খ্যাতিমান আম্পায়ার ছিলেন রউফ।*

*স্বদেশী সহকর্মী আলিম দারের সঙ্গে আইসিসি আম্পায়ার হিসেবে বেশ পরিচিতি লাভ করেছিলেন রউফ। কিন্তু ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে রউফের নাম জড়িয়ে পড়লে সে বছরই তাকে এলিট প্যানেল আম্পায়ার থেকে বাদ দেয় আইসিসি।*

*আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরুর আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলেছেন রউফ। আশির দশকে বেশ ভালো ফর্মে ছিলেন। ডানহাতি এই ব্যাটার ৭১টি প্রথম শ্রেণির এবং ৪০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।*

Exit mobile version