এক্সক্লুসিভবিশ্ব সংবাদব্যাংকিং

*নিজের জমা করা অর্থ ব্যাংক থেকে তুলতে না পেরে হাতে অস্ত্র নিলেন নারী*

* নিজের জমা করা অর্থ ব্যাংক থেকে তুলতে না পেরে অবশেষে অস্ত্র হাতে নিলেন লেবাননের এক নারী। সেই অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে অবশেষে তুলে নেন অর্থ। যদিও পরে জানা যায় সেটি ছিল একটি নকল বন্দুক। অদ্ভুত এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে যেমন সমালোচনা চলছে, তেমনি অনেকে ওই নারীকে সমর্থনও দিচ্ছেন।*

* আরব নিউজ জানিয়েছে, বুধবার লেবাননের একটি ব্যাংকে এই ঘটনা ঘটে। যিনি ওই কাজ করেছেন তার নাম সালি হাফিজ (২৫)।তার ও তার বোনের জয়েন্ট একাউন্টে ২০ হাজার ডলার জমানো ছিল। সেটিই ফেরত চাইছিলেন তিনি। হাফিজ বলেন, আমার আর হারানোর কিছু নেই। দু’দিন আগেও আমি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে গিয়েছিলাম। নিজের অর্থ আমি তার কাছে ভিক্ষা চেয়েছি। আমার বোন মারা যাচ্ছে।*

* সে মাসে ২০০ ডলার দিতে রাজি হয়, যা আমার বোনের প্রতিদিনের একটা ইনজেকশনের দামও না। চোখের সামনে বোনকে মারা যেতে দেখতে পারি না আমি। হাফিজের মা হিয়াম হাফিজ বলেন, আমরা অন্যের অর্থ নেইনি। ব্যাংক থেকে আমাদের অর্থই নিয়েছি। তাদের দেখিয়েছিলাম আমাদের মেয়ে কতটা অসুস্থ। কিন্তু তারা কোনো কথাই শোনেনি। তাই এ কাজ করতে আমার মেয়ে বাধ্য হয়েছে।*

* তার বোনের ক্যান্সার ধরা পড়ায় এই অর্থ এখন খুবই জরুরি ছিল তার জন্য। কিন্তু লেবাননে অর্থনৈতিক দুরাবস্থার কারণে অর্থ ফেরত দিতে পারছে না ব্যাংকগুলো। দিনের পর দিন এমন চলায় অবশেষে এই ‘জিম্মি কাণ্ড’ ঘটাতে বাধ্য হলেন তিনি।ঘটনার দিন হাফিজ শুধু বন্দুকই বের করেননি, তিনি তার গায়ে পেট্রোলও ঢেলে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।*

* নিজের অর্থ ফেরত না পেলে ব্যাংক জ্বালিয়ে দেয়ার হুমকিও দেন তিনি। তার হাতে থাকা বন্দুকটি ভুয়া হলেও এই হুমকিতে যদিও কাজ হয়েছে শেষ পর্যন্ত।তিনি ১৩ হাজার ডলার ফেরত পেয়েছেন ব্যাংক থেকে। তার দাবি, বারবার আবেদন করেও অর্থ না পেয়ে বেছে নিয়েছেন এই সহিংস পথ। মৃত্যুর পথে বোন, তাকে বাঁচাতেই ঘটিয়েছেন এমন কাণ্ড।*

* সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন হাফিজ। তার এই সাহসের প্রশংসা করছেন সবাই। অনেকেই লিখেছেন, হাফিজ অনেক শক্ত একজন মেয়ে এবং লেবাননের সবাই তার সঙ্গে আছে।*

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button