এক্সক্লুসিভঢাকাবাংলাদেশভিন্ন স্বাদের খবররাজধানী

মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে ফুটফুটে শিশুর জন্ম

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া রানী রায় নামের এক নারী। আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে তিনি ফুটফুটে শিশুটির জন্ম দেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, অন্তঃসত্ত্বা সোনিয়া রানী রায় মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে নামার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে নেওয়া হয়।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর যাত্রী পরিবহন শুরু করে মেট্রোরেল। তখন থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে মেট্রোরেল। ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল।

মেট্রোরেলের চিকিৎসক যাত্রী ও রোভার স্কাউটের এক নারী সদস্যের সহায়তায় সোনিয়া রানী রায় ছেলেসন্তানের জন্ম দেন। মা ও সন্তানকে অ্যাম্বুলেন্সে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button