এক্সক্লুসিভএশিয়াকূটনীতিখুলনাজাতীয়বাংলাদেশসাতক্ষীরা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে সাতক্ষীরায় বাংলাদেশি যুবক নিহত

সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিএসএফ এ অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।নিহত যুবকের নাম আবু হাসান (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালী গ্রামের হায়দার আলী শেখের ছেলে। তার পাঁচ মাস বয়সী এক সন্তান রয়েছে।

নিহত আবু হাসানের বাবা হায়দার আলী শেখের অভিযোগ, গতকাল শনিবার রাতের কোনো এক সময় আবু হাসান সীমান্ত পার হয়ে ভারতে যান। কালিয়ানি সীমান্তের বিপরীত পাশে থাকা ভারতের বসিরহাট মহকুমার দুবলী ক্যাম্পের বিএসএফের সদস্যরা দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাসানকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

পরে সেখান থেকে তাকে কে বা কারা বাংলাদেশে নিয়ে এসে সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ডুমুরিয়া এলাকায় হাসান মারা যান।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বলেন, ‘বিএসএফের কাছে জানতে চাইলে তারা গুলি করার অভিযোগ অস্বীকার করেছে। তবে বিজিবির পক্ষ থেকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। সেখানে এ ঘটনায় সর্বোচ্চ প্রতিবাদ জানানো হবে।’

হাসানের শ্বশুর সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা মোল্লাপাড়ার সাইফুল ইসলাম বলেন, ‘হাসান ভারতীয় চোরাই পণ্য আনা-নেওয়ার কাজে চোরাকারবারিদের সহায়তা করত। শনিবার রাতে তিনি ভারতীয় পণ্য বাংলাদেশে আনার জন্য সীমান্তে অবস্থান করছিল। ওই সময় দুবলী ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি করে বলে লোকমুখে শুনেছি।’

হাসানের পেটের ডান দিকে গুলি লেগেছিল বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button