অপরাধবাংলাদেশরাজশাহী

নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে দুজন নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলায় এক ব্যক্তিকে ‘পাগল’ বলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে দুজন নিহত হয়েছেন। রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিন (৭০) ও ঘোষনগর ইউনিয়নের কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম (৪৫)।

আমাইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ফয়জুলের মাথায় একটু সমস্যা আছে। মাঝেমধ্যে ফয়জুল অস্বাভাবিক আচরণ করেন। রবিবার বিকেলে তিনি পাশের নালাপুর গ্রামে গিয়েছিলেন। নালাপুর গ্রামের আছির উদ্দিনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়জুল কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে আঘাত করেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা ফয়জুলকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এতে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার বিকেল পাঁচটার দিকে ফয়জুল নালাপুর মোড়ে যান। সেখানে গিয়ে ফয়জুলকে দেখে ‘পাগল’ বলে ডাক দেন আছির উদ্দিন। পাগল বলায় আছির উদ্দিনের ওপর খেপে যান ফয়জুল। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ফয়জুল কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে কোপ দেন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আছিরকে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয় জনতা ফয়জুলকে নালাপুর মোড়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। মারধরের একপর্যায়ে ফয়জুল অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ফয়জুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফতাব উদ্দিন বলেন, দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, সেটা নিয়ে তদন্ত চলছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button