দুর্ঘটনাবাংলাদেশরংপুর

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ জন শ্রমিকের মৃত্যু

আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রংপুরের পীরগঞ্জে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশমাইল বিটিসি এলাকার একটি ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ সময় আহত হয়েছেন আরও একজন।আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বাসিন্দা।

নিহত ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) এবং পীরগঞ্জর চকশোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জব্বার।

কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তিরা সবাই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইলের পূর্বপাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটায় কাজ করতেন। তিনি আরও জানান, বৃষ্টির মধ্যে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, আজ বেলা সাড়ে তিনটার পর থেকে ওই এলাকায় আকাশে ঘন কালো মেঘ দেখা যায়। ওই সময় বজ্রপাতের বিকট শব্দ হয়। এ সময় উপজেলার বত্রিশমাইল বিটিসি এলাকার ওই ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন,নিহত ব্যক্তিদের মধ্যে চারজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button