ফেসবুক থেকেবাংলাদেশবিনোদনসামাজিক যোগাযোগ মাধ্যম

আজ ১২ অক্টোবর জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার জন্মদিন

আজ ১২ অক্টোবর জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার জন্মদিন। নিজের জন্মদিনের ঠিক আগের দিন আবারও মেলে বসলেন জীবনের খেরোখাতা। সেই হিসাব শুধু নিজে নিজে করেই ক্ষান্ত হলেন না, তা শেয়ার করলেন ভক্তদের সঙ্গেও।

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা ছোটপর্দার গণ্ডি পেরিয়ে কাজ করছেন বড় পর্দাতেও, দ্যুতি ছড়াচ্ছেন দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও। নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা সোহানা সাবার উপলব্ধির জগৎটা তাই অন্যরকম। সেই অন্যরকম জগতের না বলা অনুভূতিগুলো মাঝে মধ্যেই ব্যক্ত করেন সোশ্যাল মিডিয়ায়।

গতকাল সোহানা সাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘কাল আমার জন্মদিন। জন্মদিন মানেই হলো জীবনে আরেকটা বছর বাড়ল এবং জীবন থেকে একটা বছর কমলো। যখনই কথাগুলো ভাবি তখন জন্মদিনের আনন্দটা কেমন একটা অস্থিরতায় পরিণত হয়, মনে হয় কত কিছু করার ছিল—কত কিছু হবার ছিল! হাতে যেন সময় কম… সবকিছু করে ফেলতে হবে।’

কাছের মানুষদের কাছে ক্ষমা চেয়ে সাবা লেখেন, ‘আর একটা কথা সবাইকে বলতে চাই—আমার জানাতে অথবা অজানাতে আমি যাদের যতটুকু কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবেন, সত্যি মন থেকে বলছি।’

জীবনের পেছনের হিসাব-নিকাশ তুলে ধরে সোহানা সাবা লেখেন, ‘আজ পেছনে ফেলে আসা পথের দিকে তাকিয়ে অনেক সময় আফসোস করি। পেছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু নিজেকে গুছিয়ে সামনের দিকে এগোনোর সাহস আমার রয়েছে।

তবে এটুকু বলতে পারি, সামনে কেউ আমাকে আমার ভালো মানুষি বা আমার নিজের তৈরি করা প্রাইভেসির কারণে মুখ ফুটে নিজের সঙ্গে হওয়া অন্যায়গুলোর প্রতিবাদগুলো না করার সুযোগ—আর কখনোই নিতে পারবে না। আজ জন্মদিনে এ রকম কত অগোছালো কথামালা মাথার মধ্যে ঘুরছে।’

সবশেষে সোহানা সাবা লেখেন, ‘সত্যিই একটা কথা আজ না বললেই নয়, সারা জীবন বিশ্বাস করেছি সিনেমার মতো মানুষের জীবনেও ভালোর সঙ্গে ভালো এবং খারাপের সঙ্গে খারাপই হয় শেষে। দিনশেষে ভীষণ ভালো আছি এই কথাটা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমি বলতে পারি।

সেজন্য আমি উপরে বসে সব কিছু দেখতে পারা এবং সর্বোচ্চ বিবেকবান আমাদের সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা জীবন দেখানোর জন্য। যদি আমি পুনর্জন্ম বিশ্বাস করতাম তাহলে অবশ্যই চাইতাম এ রকমই জীবন বারবার আমার হোক।’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button