আওয়ামী লীগগাইবান্ধানির্বাচনবাংলাদেশ

উপ-নির্বাচন বাতিল করায় সিইসির পদত্যাগের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বাতিল করায় সিইসির পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভোটাররা।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল থেকে ভোট বন্ধের প্রতিবাদে ভোটররা বিক্ষোভ মিছিল নিয়ে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে জমায়েত হন।

এরপর তারা বিক্ষোভ মিছিল করেন। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফুলছড়ি উপজেলা পরিষদ ও নির্বাচন অফিস ঘেড়াও করে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম পারভেজ, শহিদুল ইসলাম, অ‌্যাডভোকেট নুরুল আমিন। তারা দীর্ঘ সময় ফুলছড়ি-গাইবান্ধা সড়ক অবরোধ করে রাখেন।

এদিকে, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, ১২ অক্টোবরে গাইবান্ধা-৫ আসনে ভোট জালিয়াতি ও অনিয়মের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে অনিয়মের কারণে প্রিজাইডিং অফিসার মাজেদুল ইসলাম বাদী হয়ে সাঘাটা থানায় সুজন নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেছেন।

গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, নির্বাচনে অনিয়মের কারণে একটি মামলা দায়ের করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button