বাংলাদেশবিনোদন

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ লাইফ সাপোর্টে

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী সাবিহা জামান।তিনি জানান ক্যানসার ও হার্টের সমস্যা নিয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

গত সপ্তাহ থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন মাসুম আজিজ। ক্যানসার ও হার্টের সমস্যা ছাড়াও তিনি একটি ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন তার স্ত্রী। স্বামীর সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘ মাসুম আজিজ কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন।গত সপ্তাহে মাসুম ভাই অসুস্থ হয়ে পড়েন। তাকে সে সময়েই স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থা খারাপ হলে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল, সেখান থেকে আজ সকালে (বৃহস্পতিবার) লাইফ সাপোর্টে নেওয়া হয়।’

এর আগে ২০১৭ সালে মাসুম আজিজের হার্টে চারটি ব্লক ধরা পড়ে। সে সময় অস্ত্রোপচার করিয়ে তিনি সুস্থতা লাভ করেন। কিন্তু পরবর্তীতে তার শরীরে ক্যানসার ধরা পড়ে।কয়েক বছর ধরেই ক্যানসার এই অভিনেতার শরীরে বাসা বাঁধে। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি নিয়মিত কেমোথেরাপি ও চিকিৎসা নিয়ে আসছিলেন। সঙ্গে বেড়ে যায় হার্টের সমস্যাও। স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিনেতার চিকিৎসা করছেন।

শিল্পকলায় বিশেষ অবদান রাখায় মাসুম আজিজ ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান। ১৯৫৩ সালের ২২ অক্টোবর পাবনার ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭২ থেকে নাট্যচর্চা শুরু করে ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে নাট্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন মাসুম আজিজ। ওই বছরই প্রয়াত আবু তাহেরের প্রযোজনায় বাংলাদেশ টেলিভিশনে প্রাচী নাটকের একটি মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার টেলিভিশন অভিনয়ের শুরু। তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন টেলিভিশনসহ শিল্পের প্রায় প্রতিটি শাখায়।

একাধারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন মাসুম আজিজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। প্রথম টিভি নাটকে অভিনয় করে ১৯৮৫ সালে। পরবর্তীতে বহু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। ‘

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button