বাংলাদেশস্বাস্থ্য ও চিকিৎসা

সারা দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী ভর্তি, ৫ জনের মৃত্যু

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালগুলোতে ৮৫৫ জন ভর্তি হয়েছেন, যা এক দিনে ভর্তির সর্বোচ্চ রেকর্ড।একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর এক দিনে সর্বোচ্চ ৭৬৫ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৮৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৫২৩ এবং ঢাকার বাইরে ৩৩২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে দুই হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫১টি হাসপাতালে এক হাজার ৯৫৭ এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮৯০ জন ভর্তি আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৫ হাজার ১৮১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার ৪৪৭ এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ছয় হাজার ৭৩৪ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়েছেন ২২ হাজার ২৪০ জন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button