এশিয়াক্রিকেটখেলা

২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত

আগামী বছর পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। ভাবা হচ্ছিল, এশিয়া কাপ খেলতে ১৬ বছর পর পাকিস্তান সফরে যাবে ভারত। নমনীয় হওয়ার ইঙ্গিতও দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।তবে আজ বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এসেছে অন্য সিদ্ধান্ত।

বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত।এফটিপি অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। তবে জয় শাহর দাবি, পাকিস্তানে নয়, এশিয়া কাপ হবে অন্য কোনো ভেন্যুতে।

ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গাঙ্গুলীর জায়গায় নতুন সভাপতি হয়েছেন রজার বিনি। জয় শাহ সংবাদমাধ্যমে কথা বলার সময়ে তিনিও উপস্থিত ছিলেন। এ নিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের বক্তব্য এখনো পাওয়া যায়নি।জয় শাহ বলেছেন, ‘আমি এসিসির সভাপতি হিসেবে বলছি, ২০২৩ সালের এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে। আমরা পাকিস্তানে যাব না। তারাও ভারতে আসবে না। এশিয়া কাপ আগেও নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে।’

২০০৬ সালের পর পাকিস্তানে আর সফর করেনি ভারত। শেষবার ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০১২ সালে। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, নয়তো এশিয়া কাপ—প্রায় এক দশক ধরে এসব টুর্নামেন্টেই দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের।গত এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেখানে দুই দলেরই জয় সমান এক ম্যাচে। ২৩ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

২০০৬ সালের পর পাকিস্তানে আর সফর করেনি ভারত। শেষবার ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০১২ সালে। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, নয়তো এশিয়া কাপ—প্রায় এক দশক ধরে এসব টুর্নামেন্টেই দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button