অপরাধকক্সবাজার

আবারো খুনের ঘটনা ঘটেছে রোহিঙ্গা ক্যাম্পে

গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় আবারও খুনের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, ক্যাম্প-১৯-এ দুষ্কৃতকারীরা একজন সাধারণ রোহিঙ্গাকে খুন করেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত শনিবার (১৫ অক্টোবর) রাতে ১৩ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীরাই দুজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনার রেশ না কাটতে দুদিনের মাথায় আবারও হত্যাকাণ্ড ঘটানো হলো।

১৩ নম্বর ক্যাম্পে ১৫ অক্টোবর রোহিঙ্গা নেতা আনোয়ার ও মৌলভী ইউনুছকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা।

গ্রেফতার হয়েছেন, ক্যাম্প-১৩ এর সমসু আলম (৫২), রশিদ আহম্মদ (৫৩), মাহবুবুর রহমান (২৮) এবং ক্যাম্প ১৯ এর নজির আহম্মেদ (৪৭)।

তাদের মঙ্গলবার (১৮ অক্টোবর) ক্যাম্প ১৩ ও ১৯ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button