ইউরোপখেলাফুটবল

বল পায়ে ঝলক দেখালেন মেসি-এমবাপ্পে জুটি, দাপুটে জয় পেল পিএসজি

বল পায়ে ঝলক দেখালেন মেসি-এমবাপ্পে জুটি। এতে ফরাসি লিগ ওয়ানে দাপুটে জয় পেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার অ্যাজাক্সিওর বিপক্ষে পরিষ্কার ৩-০ গোলে জয় পায় প্যারিস জায়ান্টরা।

নেইমারকে বিশ্রাম দিয়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে এদিন কার্লোস সোলেরকে নিয়ে আক্রমণ সাজান পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। এমবাপ্পে করেন জোড়া গোল, দুটি গোলেই অ্যাসিস্ট মেসির। পিএসজির অন্য গোলটি মেসির, যেটিতে অ্যাসিস্ট করেন এমবাপ্পে।

২৪ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির রক্ষণচেরা পাসে বল পেয়ে যান এমবাপ্পে। বক্সের ঠিক মাঝখান থেকে অসাধারণ এক চিপে অ্যাজাক্সিও গোলকিপার বেঞ্জামিন লিরয়ের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এ ফরাসি স্ট্রাইকার। ৭৮তম মিনিটে পিএসজির স্কোরলাইন ২-০ করেন মেসি।

এবারের ফ্রেঞ্চ লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ষষ্ঠ গোলটি আসে এমবাপ্পের সহায়তায়। বক্সের মধ্যে ওয়ান-টু খেলে চূড়ান্ত পাসটি মেসিকে এমবাপ্পে দেন ব্যাকহিল করে। খুব কাছ থেকে বল জালে পাঠাতে কোনো সমস্যাই হয়নি মেসির। ৪ মিনিট পর নিজের দ্বিতীয় গোল পেয়ে যান এমবাপ্পে। এবারও গোলের উৎস সেই মেসি। পিএসজি গোল পেতে পারতো আরও।

কিন্তু এমবাপ্পে-মেসি-হাকিমিরা সুযোগ নষ্ট করেন। এবারের ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১০ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন এমবাপ্পে। ৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন একই দলের নেইমার। মেসির গোল ৬টি। আসরে এ পর্যন্ত সর্বোচ্চ ৯টি অ্যাসিস্ট মেসির।

এদিন শুরু থেকেই বল পায়ে উজ্জ্বল ছিলেন চোট কাটিয়ে মাঠে ফেরা লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ১৩ মিনিটে গোলও পেয়ে যেতে পারতেন। কিন্তু অ্যাজাক্সিওর গোলকিপার বেঞ্জামিন লিরয়ের অবিশ্বাস্য এক সেভের কারণে গোলবঞ্চিত হন মেসি। দুর্দান্ত এক ফ্রিকিক নিয়েছিলেন তিনি। বল আবার অ্যাজাক্সিওর এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলায়।উল্টো দিকে ঝাপ দিতে গিয়েও নিজেকে সামলে বলের দিকেই ডাইভ দেন লিরয়। বলে হাত লাগিয়ে বাইরে পাঠিয়ে দেন তিনি।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লঁরিয়ের সংগ্রহ ১১ ম্যাচে ২৬ পয়েন্ট ।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button