অপরাধআইন-আদালতঢাকারাজধানী

ধানমন্ডি লেকে মিলল মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত মরদেহ

আজ রোববার ভোরে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরের অদূরে লেকের পাড় থেকে মো. শাহাদাৎ হোসেন মজুমদার নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে।৫১ বছর বয়সী শাহাদাৎ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তার বাসা ধানমন্ডির ভূতের গলি এলাকায়।

স্বজনদের কাছ থেকে জানা যায়, শাহাদাৎ প্রতিদিন সন্ধ্যায় রবীন্দ্র সরোবরে হাঁটতে যেতেন। শনিবারও বের হয়ে বাসায় না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন। রাতেই তারা ঘটনাটি পুলিশকে জানান এবং তার ছবি দিয়ে সন্ধান চান।

পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লা আল মাসুদ বলেন, নিখোঁজের খবর পেয়েই শাহাদাৎকে খুঁজতে পুলিশ কাজ করে। গভীর রাতে লেকের পাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যায়। তখন স্বজনদের খবর দিলে তারা ওই মরদেহ শাহাদাতের বলে শনাক্ত করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহদাৎ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন, নাকি তার পূর্বশত্রু ছিল—তা এখনই বলা যাচ্ছে না। সব বিষয় মাথায় নিয়ে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত চলছে।’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button