ক্রিকেটখেলাবাংলাদেশ

টসে জিতে নেদারল্যান্ডসের আমন্ত্রণে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে সাকিবরা।সোমবার অস্ট্রেলিয়ার হোবার্টে মাঠে নামে দুই দল।সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি টাইগাররা। আর টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এদিকে আজকের ম্যাচে একাদশে জায়গা পাননি মেহেদী হাসান মিরাজ। তিনি না থাকলেও সুযোগ পেয়েছেন স্ট্যান্ডবাই থাকা সৌম্য সরকার। ১৫ জনের স্কোয়াড থেকে সুযোগ পাননি নাসুম আহমেদ, শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা হোবার্টে দেরিতে এসেছি। তবে নিউজিল্যান্ডে (ত্রিদেশীয় সিরিজে) ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা প্রস্তুতিপূর্ণ একটি দল, শুধু আজকের দিনটায় ভালো করতে হবে। দলের পেস বিভাগ অনেক উন্নতি করেছে। সবশেষ তিন-চার বছর ধরে তারা ভালো করছে। আশা করি, আজকে ভালো করবে তারা।’

অধিনায়ক সাকিব আরও বলেন, ‘খেলোয়াড়দের ওপর আমার নির্দেশনাও প্রভাব ফেলবে। দলে অনেক তরুণ খেলোয়াড়  রয়েছেন যারা সিনিয়রদের দিকে তাকিয়ে থাকে। সবমিলিয়ে দলীয় পারফর্ম করতে পারলে আজকে জয় পাবো আমরা।’

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button