এশিয়াবিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ব সংবাদ

চীন এবার মহাশূন্যে বানর পাঠাচ্ছে

চীনা মহাকাশচারীরা বানর ব্যবহার করে দেশের নতুন মহাকাশ স্টেশনে একটি প্রজনন পরীক্ষা চালানোর পরিকল্পনা করছেন।প্রকল্পের সঙ্গে জড়িত একজন বিজ্ঞানী এই তথ্য প্রকাশ করেছেন।খবর সাউথ চায়না মর্নিং।

চীন এবার মহাশূন্যে বানর পাঠাচ্ছে। এর উদ্দেশ্য জিরো-গ্রাভিটি বা শূন্য অভিকর্ষজ পরিবেশে তারা কিভাবে বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে তা নিয়ে গবেষণা।

এ জন্য চীন তার নতুন মহাকাশ স্টেশন তিয়াঙ্গোং-এ বানর পাঠানোর পরিকল্পনা নিয়েছে। তারা মনে করছে, অধিক থেকে অধিক সংখ্যক দেশ চাঁদ ও মঙ্গলে বসতি স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে। তাদের এই পরিকল্পনায় সহায়ক হবে চীনের গবেষণা।

সাউথ চায়না মর্নিং পোস্ট রিপোর্ট করেছে যে, চীনের মহাকাশ বিষয়ক বৈজ্ঞানিক গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বিজ্ঞানী ঝাং লু। তিনি বলেছেন, এই গবেষণা করা হবে মহাকাশ স্টেশনের সবচেয়ে বড় মডিউলে। এটি মুলত ব্যবহৃত হয় জীববিজ্ঞান বিষয়ক গবেষণায়।

তিনি আরও বলেছেন, মাছ ও শামুকের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জীবের ওপর পরীক্ষা চালানোর পর এবার ইঁদুর ও বানরের ওপর পরীক্ষা চালানোর কথা ভাবা হচ্ছে।

এসব জীব মহাকাশে কিভাবে বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে গবেষণা করে তা দেখা হবে।তিনি বিশ্বাস করেন এই গবেষণা এটা বুঝতে সহায়ক হবে যে, শূন্য অভিকর্ষজে অথবা প্রায় শূন্য অবস্থানে এসব জীব কি আচরণ করে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button