Bangla News

দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা টেস্ট চতুর্থ দিনে নিল আয়ারল্যান্ড, ক্ষিপ্ত বিসিবি সভাপতি?

এবার ভাবলাম কী আর হলোটা কী’―বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা আজ এ কথাটাই ভাবছেন। ঢাকা টেস্ট আড়াই দিনে জিততে যাচ্ছে বাংলাদেশ―এমন একটা ভাব ছিল আজ সবার মাঝে। বিসিবি সভাপতি থেকে শুরু করে স্পন্সর প্রতিষ্ঠানের কর্তারা আজ সকাল সকাল মিরপুরে আসেন পুরস্কার বিতরণের জন্য। কিন্তু না, ২৩ বছরের অভিজ্ঞ বাংলাদেশকে চার বছর পর টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড দেখিয়ে দিল লাল বলের ব্যাটিং কাকে বলে!

দুই বছর আগে সর্বশেষ লাল বলে খেলা লরকান টাকার হাঁকালেন অবিস্মরণীয় সেঞ্চুরি। আইরিশদের চোখ-ধাঁধানো ব্যাটিংয়ে ম্যাচ গড়াল চতুর্থ দিনে। আজ বৃহস্পতিবার ঢাকা টেস্টের তৃতীয় দিন সকালে দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ শুরু করেন অধিনায়ক সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। তবে দিনের প্রথম সাফল্য কোনো স্পিনার নয়, বরং পেসার শরীফুল ইসলামের হাত ধরে আসে।

তার বলে লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে ফেরেন পিটার মুর (১৬)। দলীয় ৫১ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি হ্যারি টেক্টর ও লরকান টাকার। দুজনের জুটিতে ৫ উইকেটে ৯৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। বিরতির পর ১৪৫ বলে টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নেন হ্যারি টেক্টর। ৫৬ রানে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল।

রিভিউ নিয়েও বাঁচতে পারেননি টেক্টর। এরই সঙ্গে ভাঙে ৭২ রানের ষষ্ঠ উইকেট জুটি। এরপর অভিষেক ম্যাচ খেলতে নামা লরকান টাকারও ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ৯৪ বলে। এখানেই থেমে থাকেননি টাকার। ১৪৯ বলে তুলে নেন অভিষেক টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০৮ রানে তাকে থামান এবাদত হোসেন। টাকারের ইনিংসে ছিল ১৪টি চার এবং ১টি ছক্কা। এরই সঙ্গে অবসান হয় অ্যান্ডি ম্যাকব্রেইনের সঙ্গে তার ১১১ রানের সপ্তম উইকেট জুটি। ৯৪ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূরণ করেন আট নম্বরে নামা ম্যাকব্রেইন।

তাকে বেশ কিছুক্ষণ সঙ্গ দেওয়া মার্ক অ্যাডায়ার করেন ৪৯ বলে ১৪ রান। ৮ উইকেটে ২৮৬ রান তুলে তৃতীয় দিন শেষ করল আয়ারল্যান্ড। অ্যান্ডি ম্যাকব্রেইন ১৪৪ বলে ৭১ এবং গ্রাহাম হিউম ৯ রানে অপরাজিত আছেন। তাদের লিড হয়েছে ১৩১ রানের। গতকাল দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দিনশেষে ৪ উইকেটে ২৭ রান তুলেছিল আয়ারল্যান্ড।

২টি করে উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। এর আগে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা ২১৪ রানের জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৬৯ রানে অল আউট হয়। এতে টাইগারদের লিড হয় ১৫৫ রানের। মুশফিক খেলেন ১৬৬ বলে ১৫ চার ১ ছক্কায় ১২৬ রানের ইনিংস। এ ছাড়া সাকিব ৮৪ বলে ৮৭, মিরাজ ৫৫ আর লিটন ৪১ বলে ৪৩ রান করেন। আইরিশদের হয়ে ১১৮ রানে ৬ উইকেট নেন অ্যন্ডি ম্যাকব্রেইন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button