Bangla News

আমি তো আগেই বলেছিলাম ২০২৩ সাল আমাদের: সাকিব

চলতি বছর শুরুতেই সাকিব আল হাসান বলেছেন সব ঠিক থাকলে বছরটা বাংলাদেশের জন্য অনেক অর্জনের হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট জয়ের মধ্য দিয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকলো। সংবাদ সম্মেলনে সাকিব জানালেন তার বলা পথেই হাঁটছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এ বছর আন্তর্জাতিক ক্রিকেট শুরু করে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে দাপট দেখিয়ে ওয়ানডে সিরিজ, ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর একমাত্র টেস্টেও ৭ উইকেটে জয়। বছরের শুরুতে এমন পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব? এমন প্রশ্নের জবাবে হাসির ছলে জানালেন, ‘আমিতো আগেই বলেছিলাম ২০২৩ সাল আমাদের খুব ভালো যাবে। (হাসি)’

এদিকে ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো ইভেন্ট আছে বলে বছরটিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখছেন টাইগার অলরাউন্ডার। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বছর, যেহেতু বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে। পরের ৬ মাস যেনো খুব ভালো খেলতে পারি। প্রথম কয়েক মাস, প্রায় অর্ধেক বছর আমরা খুব ভালো খেলেছি।’

তিনি বলেন, ‘এটা চেষ্টা থাকবে কন্টিনিউ করার। যেহেতু আমরা বেশিরভাগ ম্যাচ ওয়ানডে খেলবো…আমরা মনে করি এটা এমন এক ফরম্যাট যেটায় আমরা মনে করি ভালো দল।’ ইংল্যান্ড সিরিজ থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সেটা আরও প্রখর হয়েছে। সদ্য সমাপ্ত টেস্টেও ব্যাটারদের মাঝে সেই ছাপ দেখা গেছে। সাকিব বলছেন এই মানসিকতাতেই বেশিরভাগ ম্যাচ খেলার চেষ্টা করবেন তারা।

এদিকে সাকিবের ভাষায়, ‘হয়তো বেশিরভাগ ম্যাচে করতে চেষ্টা করবো আমরা। সবসময় হয়তো হবে না। কন্ডিশন, প্রতিপক্ষ দেখেই আসলে হয়। কিন্তু আস্তে আস্তে আমরা অনেক বেশি ইতিবাচক খেলার চেষ্টা করবো।’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button