Bangla News

সেঞ্চুরি করলো বিশ্বের সবচেয়ে বয়স্ক হাতি

আন্তর্জাতিক ডেস্ক : আদিকালে পৃথিবীতে চরে বেড়ানো সবচেয়ে বড় প্রাণী ছিলো ডাইনোসর। তবে তাত্ক্ষণিকভাবে আমাদের জানা বা দেখা অভিজ্ঞতা থেকে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হাতি। প্রাণীটি আকারে বড় ও শক্তিশালী হলেও শান্ত স্বভাবের কারণে একে অনেকেই পছন্দ করেন।

হাতির গড় আয়ু ৫০ বছর হলেও কিছু ক্ষেত্রে এরা প্রায় ৬০ বছর পর্যন্ত বেঁচে থাকে। ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকার নমুনা না থাকলেও, সম্প্রতি সেই নজির সৃষ্টি করেছে মধ্যপ্রদেশের বৎসল (Vatsala) নামে একটি হাতি। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক হাতি সেই। যার বয়স ১০০ বছরেরও বেশি। খবর এনডিটিভি’র।

এই মুহূর্তে ভারতের মধ্যপ্রদেশের পান্না জাতীয় উদ্যানে বসবাস করছে সেঞ্চুরি পার হওয়া বৎসল। তবে, বরাবর এখানেই থাকতো না হাতিটি। জন্মের পরে তার ছোটবেলা কেটেছে কেরালার নীলাম্বুরে।

৫০ বছর বয়স হলে তাকে সাতপুরার বোরি অভয়ারণ্যে পাঠানো হয়। সেখানে আরও ২২ বছর কাটায় বৎসল। এরপর ১৯৯৩ সালে তাকে আনা হয় পান্নাতে। তারপর থেকে এখানেই একপ্রকার স্থায়ী বাসিন্দা হয়ে রয়েছে বৎসল।

বন কর্মকর্তাদের দাবি, বৎসল বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত হাতি। কর্তৃপক্ষের দাবি তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হোক।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button