Bangla News

বাড়ির সব ইঁদুর দূর করুন চারটি উপায়ে

লাইফস্টাইল ডেস্ক : ইঁদুরের সমস্যা কমবেশি প্রত্যেক টা ঘরে রয়েছে। বইপত্র,নতুন জামা কাপড় ইঁদুরে কেটে সর্বনাশ করে দেয়। কীটনাশক বা পেস্ট কন্ট্রোল সার্ভিস এর সাহায্যে সাময়িকভাবে ইঁদুর তাড়াতে পারলেও স্থায়ী উপায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

ইঁদুর মারার বিষ দিলেও আরেক সমস্যা, কারণ সেই বিষ খেয়ে ইঁদুর কোথায় মরে পড়ে থাকবে এবং গন্ধ ছড়াবে তার ঠিক নেই। তাহলে কিভাবে ঘর থেকে ইঁদুর তাড়াবেন? ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়ানোর কিছু পদ্ধতি রয়েছে। আসুন বিস্তারিত জেনে নিন।

লঙ্কাগুঁড়ো :
প্রায় সকলের বাড়িতেই রান্না ঘরে লঙ্কাগুঁড়ো থাকে। সেই লঙ্কাগুঁড়ো একটি নরম কাপড়ে ভরে যেদিকে ইন্দুর যাওয়া আসা করে সেই রাস্তায় রেখে দিন। কিছুদিনের মধ্যেই ইঁদুরের উৎপাত কমে যাবে।

বেকিং পাউডার :
বেকিং পাউডারের গন্ধ ইঁদুরের পছন্দ নয়। তাই ঘরের কোণে বেকিং পাউডার ছড়িয়ে রাখুন এবং তা সকালে ঝাঁট দিয়ে দিন। এতে ইঁদুরের উপদ্রব কমে যাবে।

পেপারমিন্ট :
যে পথে ইঁদুর যাতায়াত করে সেখানে পেপারমেন্ট কাগজকে তেলে ডুবিয়ে তুলোর সাথে ছোট ছোট বল আকারে রেখে দিন।এতে ইঁদুরের উপদ্রব অনেক কমে যাবে কারণ পেপারমিন্ট এর গন্ধ ইঁদুর একদমই সহ্য করতে পারে না।

লবঙ্গ :
একটি নরম কাপড়ে বেশ কয়েকটি লবঙ্গ ঢুকিয়ে সেই কাপড় ইঁদুরের যাতায়াতের স্থানে রেখে দিন। এতে ইঁদুরের জ্বালাতন থেকে অনেকাংশে মুক্তি পাবেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button