Bangla News

লিওনেল মেসির বাড়িতে চোরের হানা

এবার প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) খেলার সুবাদে পরিবারসহ ফ্রান্সে বসবাস করছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বার্সেলোনায় কাটানোয় স্পেনেও বাড়ি রয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের। আর বার্সেলোনা শহরে মেসির ফাঁকা বাড়িতে চুরির চেষ্টা চালিয়েছে দুই দুর্বৃত্ত। খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ল্যান্স’।

এদিকে স্প্যানিশ ফ্রি টু এয়ার টিভি চ্যানেল ‘অ্যান্টেনা ৩’-এর ‘অ্যান্ড নাও সনসোলেস’ অনুষ্ঠানের বরাত দিয়ে ল্যান্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালের দিকে দু’জন ব্যক্তি বার্সেলোনা শহরের কাস্তেলদেফেস অঞ্চলে অবস্থিত মেসির বাড়ির সীমানায় ঢুকে পড়ে।

বাগানের ভেতর দিয়ে গিয়ে বাসার দরজা ও জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। দরজা-জানালা ভাঙতে ব্যর্থ হয়ে গ্যারাজ দিয়ে বাসার ভেতরে যাওয়ার চেষ্টা চালায় দুই চোর। সেখানেও তারা সফল হয়নি।

ল্যান্স জানিয়েছে, পুলিশ আসার আগেই পালিয়ে যায় চোরেরা। দুই অজ্ঞাতনামা ব্যক্তির চুরির প্রচেষ্টা ধরা পড়েছে মেসির বাড়ির নিরাপত্তা ক্যামেরায়। ন্যু-ক্যাম্প থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে কাস্তেলদেফেস অঞ্চলে মেসির বাড়ি। ২০১৩ সালে ২১ লাখ ডলারে বাড়িটি কেনেন আর্জেন্টিনা অধিনায়ক।

এরপর বাড়ির সাজসজ্জায় আরও ৭০ লাখ ডলার খরচ করেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টার ওই অঞ্চলে বসতি স্থাপনের পর নাকি সেখানকার বাড়ির দাম বেড়ে যায়। কোনো বাড়ির ন্যূনতম দাম বেড়ে দাঁড়ায় ৫০ লাখ ডলার।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button