Bangla News

অসাধারণ ডিজাইনের সঙ্গে দুর্দান্ত ফিচার নিয়ে লঞ্চ হচ্ছে অপোর নতুন স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত কয়েক মাস ধরে Oppo Reno 10 সিরিজ নিয়ে অনেক খবর আসছে। আজ এই সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন Oppo Reno 10 Pro Plus সম্পর্কে একটি বড় তথ্য সামনে এসেছে। লিক রিপোর্ট অনুযায়ী, এই ফোনে OLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এর সাথে এই ফোনটিতে 16GB RAM মেমরি দেখা যাবে। আরও পড়ুন: 18 এপ্রিল লঞ্চ হতে পারে Xiaomi 13 Ultra স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Oppo Reno Pro Plus-এর এই নতুন লিক রিপোর্ট ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে সামনে এসেছে। কোম্পানি এই ফোনটি Qualcomm Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর সহ পেশ করতে পারে। এছাড়াও এই ফোনটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.74-ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে এবং কোম্পানি এই ফোনে 1.5K স্ক্রিন রেজলিউশন ব্যবহার করতে পারে।

এই ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ লঞ্চ হতে পারে এবং কোম্পানি এই ফোনে Sony IMX890 লেন্স ব্যবহার করতে পারে। এই ফোনে একটি 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 64MP পেরিস্কোপ জুম লেন্স থাকতে পারে, যেখানে 2X অপটিক্যাল জুম সাপোর্ট দেওয়া যেতে পারে। আরও পড়ুন: OnePlus Nord CE 3 Lite নাকি Realme 10 Pro? জেনে নিন 20,000 টাকার কম বাজেটে কোন স্মার্টফোনটি সেরা

Oppo Reno 10 Pro Plus স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য) : 4700 mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জার, 512GB স্টোরেজ Oppo Reno 10 Pro Plus ফোনটির সম্পর্কে প্রকাশিত কিছু লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে একটি 4700mAh ব্যাটারি থাকবে। এর সাথে 80W ফাস্ট চার্জিং থাকবে। এই ফোনে 16GB র‌্যাম মেমরির সাথে 512GB স্টোরেজ থাকতে পারে। কোম্পানি এই ফোনটি UFS 3.1 এর সাথে পেশ করতে পারে।

UFS ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ এবং 3.1 ভার্সন ফাস্ট ডেটা ট্রান্সফারের জন্য পরিচিত। তাই আমরা আশা করতে পারি যে ইউজাররা একটি ভাল এক্সপেরিয়েন্স পেতে চলেছে। আরও পড়ুন: দেখে নিন বিশ্বের সবচেয়ে দামি ফোনের তালিকা, সবথেকে দামী ফোনটির দাম 395 কোটি টাকা

কোম্পানি মে মাসে OPPO Reno 10 সিরিজ লঞ্চ করতে পারে। Reno 9-এর মতো এই সিরিজে তিনটি ফোন আসতে পারে, যার মধ্যে Oppo Reno 10 সহ Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro Plus অন্তর্ভুক্ত থাকতে পারে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button