Bangla News

ভারতের কাছ থেকে ৭৫ শতক জমি ফেরত পেল বাংলাদেশ

বাংলা ম্যাগাজিন ডেস্ক: সীমানা নির্ধারণ নিয়ে ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি। নওগাঁর আগ্রাদিগুনা সীমান্তে ৭৫ শতক জমি ভারতের কাছ থেকে ফেরত পেল বাংলাদেশ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পর্যায়ে যৌথ মাফ যোগ শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ছিলেন- ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন ও ১৬৪ বিএসএফের কমান্ডেন্ট এসকে মিশ্রা।

এ সময় দুই দেশের ভূমি জরিপ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ জানান, ৫০ বছর ধরে এই জমিটি নিয়ে বিবাদ চলছিল। দুই দেশের যৌথ জরিপে এটি বাংলাদেশের সম্পত্তি তা প্রমাণিত হয়েছে। চাষিরা আবারও তাদের জমিতে চাষাবাদ করতে পারবেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button