Bangla News

লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণা

বাংলা ম্যাগাজিন ডেস্ক : ‘আসসালামু আলাইকুম, আমি বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি রিফাত মাহমুদ বলছি। আমরা বাংলালিংক থেকে ফোন করেছি, এ নম্বরটি কি আপনি ব্যবহার করেন না আপনার পরিবারের অন্য কেউ ব্যবহার করেন?, আপনি নম্বরটি ব্যবহার করে গত মাসে বা চলতি মাসে আমাদের অফিস থেকে ২০০ বা ৩০০ টাকার কোনো বোনাস পেয়েছেন?’

‘আপনি বাংলালিংকের যে নম্বরটি ব্যবহার করছেন, সে কোম্পানির ১২ বছর নের্টওয়ার্ক সার্ভিস উদ্‌যাপনে ১ লাখ ৬৫ হাজার টাকা পুরস্কার পাচ্ছেন আপনি। পুরস্কারটা পেতে যাচ্ছেন শুধুমাত্র কোম্পানির নম্বর ব্যবহার করার জন্য। আপনি পুরস্কার পাবেন কখন, কোথায় পাবেন … এ নম্বরে ফোন করুন।’

এভাবেই লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের খালিসা সোনাপুর গ্রামের নাসির উদ্দীন (২৭)। আজ সোমবার বিকেলে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন। এ সময় তার সহযোগি ফজর আলী (২০) মোবাইল ফোন ফেলে পালিয়ে যান।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, একটি চক্র বাংলালিংক কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয়ে লটারির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তার এক সহযোগী পালিয়ে গেছেন, তাকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button