Bangla News

লটারির ২০টি টিকেট কিনে সবকটিতে কোটি টাকা জিতলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক ব্যক্তি লটারির ২০টি টিকেট কিনেছিলেন। তার ২০টি টিকেটই লটারি জিতেছে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ ডলার (এক কোটি টাকার বেশি)।

লটারির সর্বোচ্চ পুরস্কার ছিল পাঁচ হাজার ডলার। তার ২০টি টিকেটই প্রথম হওয়ায় তিনি এক লাখ ডলার পেয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ফক্স নিউজের বরাতে জানায়, গত ৮ মার্চ লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারির আয়োজকেরা জানিয়েছেন, ফেকরু হিপ্রো নামের ওই ব্যক্তি এর আগে কখনো লটারিতে অংশ নেননি। কিন্তু অজানা কোনো খেয়ালে তিনি টিকেটগুলো কিনেছিলেন।

লটারি জেতার পর ফেকরু হিপ্রো সাংবাদিকদের বলেন, তিনি কখনোই ভাবেননি যে লটারি জিতবেন।

দেশ-বিদেশে বিপুল অর্থের লটারি জেতার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের সেপ্টেম্বরে ভারতের কেরালার এক ব্যক্তি সরকারের একটি লটারিতে ২৫ কোটি রুপি জিতে বিপাকে পড়েছিলেন বলে বিবিসির খবরে জানানো হয়।

লটারি জেতায় গণমাধ্যমের নজরে আসেন অনুপ নামের ওই ব্যক্তি। গণমাধ্যমকর্মীরা তার বাড়িতে ভিড় করতে শুরু করেন। অনুপের লটারি জেতার খবর জানাজানি হয়ে যাওয়ার পর সাহায্যপ্রার্থী অসংখ্য মানুষের ভিড় লেগে যায় তার বাড়িতে। প্রথমে খুশি হলেও এখন সবার যন্ত্রণায় অতিষ্ঠ অনুপ বলছেন, লটারি না জিতলেই ভালো হতো।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button