Bangla News

গুলিস্তানের পাতাল মার্কেট অতিঝুঁকিপূর্ণ ঘোষণা

জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটকে অতি অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর জোন প্রধান মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম গুলিস্তানের পাতাল মার্কেট পরিদর্শন করেছে। এখানে পানির কোনো উৎস নেই। আগুন লাগলে পানি পৌঁছানোর কোনো ব্যবস্থাও নেই। এ ছাড়া ফায়ার অ্যালার্ম সিস্টেম (ডিটেক্টর) নেই। তবে কিছু অগ্নি নির্বাপক পাওয়া গেলেও কোনোটি মেয়াদোত্তীর্ণ, কোনোটি অকার্যকর। একইসঙ্গে ভেন্টিলেশন ব্যবস্থা একেবারে অকার্যকর। ছোটো ছেটো সরু সিঁড়ি, সেখানেও বসেছে দোকান।

দুই বছর আগে একই মার্কেট পরিদর্শন শেষে একই ধরনের প্রতিবেদন দাখিল করেছিল ফায়ার সার্ভিস। কিন্তু সেই প্রতিবেদন আমলে নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বজলুর রশিদ বলেন, আমরা রিপোর্টের কপি দিয়ে আসছি। আজকের পরিদর্শনের প্রতিবেদন সদরদপ্তরে দাখিল করা হবে। গত এক মাসে আমরা ঢাকা জোন-১ এলাকায় যেসব মার্কেট ও বহুতল ভবন পরিদর্শন করেছি। এর মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ। ৯টি ছিল অতি অগ্নিঝুঁকিপূর্ণ।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button