Bangla News

অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এফডিআইয়ের বিধি না মেনেই ভারতে বিদেশি বিনিয়োগ এনেছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ মামলা দায়ের হয়েছে।

ইডির পক্ষ থেকে বিশেষ কিছু সংস্থার কাছ থেকে নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে। এই লেনদেনে কোনোভাবে বিদেশি বিনিয়োগ আইন, এফডিআই লঙ্ঘিত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।সূত্র: হিন্দুস্তান টাইমস।

চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে আয়কর কর্তৃপক্ষের তদন্তের অংশ হিসেবে দিল্লিতে বিবিসি ইন্ডিয়ার সদর দপ্তরে তল্লাশি চালায়। সে সময় আয়কর কর্তৃপক্ষ জানায়, তারা বিবিসির হিসাব-নিকাশ বইয়ে তারা অনিয়ম পেয়েছে।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি), আইটি বিভাগ জানিয়েছিল যে, বিবিসি গ্রুপের বিভিন্ন সংস্থার দেখানো আয় এবং মুনাফা ভারতে তাদের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেক ক্ষেত্রে কর ফাঁকির ঘটনাও ঘটেছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button