Bangla News

৩৮ শিক্ষকের এমপিও স্থগিত হতে পারে

জুমবাংলা ডেস্ক : স্কুল ফাঁকির অভিযোগে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিত হতে পারে রাজশাহী বিভাগের ৩৮ জন স্কুলশিক্ষকের। ইতোমধ্যে তাদের শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জবাব সন্তোষজনক না হলে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের এক প্রতিবেদনে শিক্ষকদের স্কুল ফাঁকির বিষয়টি উঠে এসেছে।

জানা গেছে, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়েছিলেন মাঠপর্যায়ের কর্মকর্তারা। এ সময় রাজশাহী বিভাগের ৩৮ জন শিক্ষককে ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত পেয়েছেন।

এরমধ্যে রাজশাহীর বাঘা উপজেলায় ১৮ জন, দূর্গাপুরে ২ জন, চারঘাটে ২ জন, নওগাঁ সদরে ২ জন, সিরাগঞ্জের উল্লাপাড়ায় ২জন, জয়পুরহাটের কালাইয়ে ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ জন।

গত ফেব্রুয়ারিতে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পরিদর্শনের সময় নির্ধারিত অ্যাপসের মাধ্যমে তা ধরা পড়ে। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এই প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে যায়। এরপর বিনা ছুটিতে অনুপস্থিত শিক্ষকদের তালিকাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গত ৬ এপ্রিল তারা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ে চিঠি দেয়।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এসএম জিয়াউল হায়দার হেনরির স্বাক্ষরিত ওই চিঠিতে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার বিষয়ে সুস্পষ্ট কারণ পাঁচ কর্মদিবসের মধ্যে মাউশি অধিদপ্তরে সশরীরে হাজির হয়ে জানাতে শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে।

রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহা. নাসির উদ্দিন জানিয়েছেন, স্কুল পরিদর্শনের সময় বিশেষ অ্যাপসে ধরা পড়েছে কোন স্কুলের শিক্ষক বিনা ছুটিতে স্কুলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি প্রতিবেদন আকারে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে পাঠানো হয়েছিল। অভিযুক্ত শিক্ষকদের মাউশি অধিদপ্তরে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। তারা যাচ্ছেন। জবাব দিচ্ছেন। এরপর সিদ্ধান্ত নেবে মাউশি।

মাউশি অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন জানান, অভিযুক্ত শিক্ষকরা সশরীরে অধিদপ্তরে গিয়ে জবাব দিচ্ছেন। বিনা ছুটিতে স্কুলে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। কাজেই অভিযোগ প্রমাণিত হলে শিক্ষকদের এমপিও স্থগিত হতে পারে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button